• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাগরিক ঐক্যের ৩৫ প্রার্থীর নাম ঘোষণা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৮, ২০১৮, ০৯:০৪ পিএম
নাগরিক ঐক্যের ৩৫ প্রার্থীর নাম ঘোষণা

ঢাকা : শরিকদের সঙ্গে আলোচনা না করেই প্রার্থিতা ঘোষণা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক নাগরিক ঐক্য। মোট ৩৫টি আসনে ভোটের ঘোষণা দিয়েছে তারা।

শনিবার (১৭ নভেম্বর) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে গণমাধ্যমে।

প্রার্থী তালিকায় যারা আছেন :  মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, ঢাকা-১১ আনিসুর রহমান খসরু, ঢাকা-১৬ সাদাকাত খান ফাক্কু, গাজীপুর-২ নাজিম উদ্দিন আহমেদ, গাজীপুর-৫ গোলাম আনোয়ার হোসেন চৌধুরী, নারায়ণগঞ্জ-১ ফাতেমা ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আবু হানিফ হূদয় নারায়ণগঞ্জ-৫ এসএম আকরাম, কিশোরগঞ্জ-৫ আসন থেকে তফজ্জল হোসেন, টাঙ্গাইল-৫ সৈয়দ হারুন অর রশীদ, ময়মনসিংহ-২ নজরুল ইসলাম, নেত্রকোনা-২ নজরুল ইসলাম খান, জামালপুর-৩ নঈম জাহাঙ্গীর, কুমিল্লা-২ ইকবাল কবির, কুমিল্লা-৫ সোহরাব খান চৌধুরী, কুমিল্লা-১১ আমিনুল ইসলাম বাদশা, নোয়াখালী-১ মিয়া শহিদ হোসাইন, ফেনী-১ খায়রুল বশর মজুমদার, লক্ষ্মীপুর-১ মমিনুল ইসলাম, চাঁদপুর-১ শহীদুল্লাহ কায়সার, চাঁদপুর-৩ ফজলুল হক সরকার, ব্রাহ্মণবাড়িয়া-২ মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া-৫ জিয়াউল হক সরকার, সিলেট-৬ জিন্নুর আহমেদ চৌধুরী, খুলনা-৩ মোড়ল আসাদুজ্জামান, বাগেরহাট-৩ দিদারুল আলম বাবুল, সাতক্ষীরা-২ রবিউল ইসলাম, সিরাজগঞ্জ-৫ আব্দুন নূর, সিরাজগঞ্জ-৬ মেরাজুল ইসলাম স্বপন, পাবনা-৪ শাহনাজ হক রানু, বরিশাল-৪ জে এম নূরুর রহমান, রংপুর-১ শাহ মো. রহমত উল্লাহ, রংপর-৪ মোস্তফা জাফর হায়দার, রংপুর-৫ আসনে মোফাখখারল ইসলাম নবাব।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!