• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাজিবের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক মে ১২, ২০১৮, ০২:৫৬ পিএম
নাজিবের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা : মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকেরে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

১৪তম সাধারণ নির্বাচনে অবিস্মরণীয় জয় পেয়ে বৃহস্পতিবার (১০ মে) মাহাথির মোহাম্মদের শপথ নেওয়ার দুদিনের মাথায় এ নিষেধাজ্ঞা জারি করা হলো।

মাত্র একদিন আগেই অবকাশ কাটাতে স্ত্রীকে নিয়ে দেশের বাইরে যাওয়ার কথা জানিয়েছিলেন নাজিব।

গেল সপ্তাহেই নির্বাচনে বড় ব্যবধানে হারতে হয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা নাজিব রাজাকের জোট বারিসান ন্যাশনাল। এই বারিসান ন্যাশনাল জোট থেকেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাহাথির।

নাজিবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ওয়ানএমডিবি তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ নিজের পকেটে পুরেছেন।

বৃহস্পতিবার (১০ মে) শপথের মধ্যে দিয়ে মাহাথির মোহাম্মদ পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত নেতা হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন।

এদিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার কথা জানার পর নাজিব রাজাক এক টুইটে লিখেছেন, তিনি কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে চলবেন। তথ্যসূত্র: বিবিসি।

সোনালীনিউজ/জেডআরসি

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!