• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোর ও বরগুনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২


এম সুজন আকন, স্পেশাল করেসপন্ডেন্ট আগস্ট ২৮, ২০১৮, ১০:২৯ এএম
নাটোর ও বরগুনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ফাইল ছবি

ঢাকা: নাটোর ও বরগুনায় র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ এক মাদক ব্যবসায়ী এবং এক জলদস্যু নিহত হয়েছেন। সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি জব্দ করা হয়েছে বলে র‌্যাব দাবি করেছে।

নাটোর জেলা প্রতিনিধি মো. আবু জাফর সিদ্দিকী জানান- জেলার লালপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহের আলী (৩৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। সোমবার (২৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চামটিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি জব্দ করা হয়েছে বলে র‌্যাব দাবি করেছে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চামটিয়া এলাকায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। এসময় তাদের সঙ্গে মাদক বিক্রেতাদের গুলিবিনিময় হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মেহের আলীকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ওই আসামির বিরুদ্ধে খুন, ডাকাতি ও মাদক বিক্রির ১৪টি মামলা ছিল।

এদিকে বরগুনা থেকে নিজস্ব প্রতিবেদক এম এ আজীম বলেন- জেলার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে পাথরঘাটার সুন্দরবন সংলগ্ন মাঝেরচর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের ঘটনা নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!