• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ


মো. আবু জাফর সিদ্দিকী, নাটোর ডিসেম্বর ১০, ২০১৮, ০৮:৪১ পিএম
নাটোরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

ছবি: সোনালীনিউজ

নাটোর : একাদশ সংসদ নির্বাচনে নাটোরের ৪টি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রতিক বরাদ্দ দেওয়া হয়। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় নৌকা, ধানের শীষ, হাতপাথা ও কুড়েঘর সহ দল অনুযায়ী প্রতিক বরাদ্দ দেন।

প্রতীক প্রাপ্তরা হলেন- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের শহিদুল ইসলাম বকুল নৌকা, কৃষক শ্রমিক জনতা লীগের মঞ্জুরুল ইসলাম বিমল ধানের শীষ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মোঃ আনছার আলী দুলাল কোদাল, জাতীয় পার্টির আবু তালহা লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ খালেকুজ্জামান হাতপাখা ও বাংলাদেশ মুসলিম লীগের মোঃ মাকসুদুর রহমান হাত (পাঞ্জা)।

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুল নৌকা, বিএনপির সাবিনা ইয়াসমিন ছবি ধানের শীষ, জাতীয় পার্টির মজিবর রহমান সেন্টু লাঙ্গল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজার রহমান খান চৌধুরী (আমেল) হাতপাখা।

নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের জুনাইদ আহমেদ পলক নৌকা, বিএনপির দাউদার মাহমুদ ধানের শীষ, মনজুর আলম হাসু বিকল্পধারা বাংলাদেশের কুলা, জাতীয় পার্টির আনিছুর রহমান লাঙ্গল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ মো. মোস্তফা ওয়ালীউল্লাহ হাতপাখা।

এছাড়া নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আওয়ামীলীগের আব্দুল কুদ্দুস নৌকা, জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা লাঙ্গল, বিএনপির আব্দুল আজিজ ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের বদরুল আমিন হাতপাখা ও ন্যাপের হারুন অর রশিদ কুড়েঘর প্রতিক বরাদ্দ পেরেছেন।

এ সময় প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের আব্দুল কুদ্দুস এমপি ও শফিকুল ইসলাম শিমুল, কৃষক শ্রমিক জনতা লীগের মঞ্জুরুল আলম বিমলসহ অন্যান্য প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীদের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!