• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে ইবির জন্মদিন পালন


ইবি প্রতিনিধি নভেম্বর ২২, ২০১৮, ০৪:০৮ পিএম
নানা আয়োজনে ইবির জন্মদিন পালন

ইবি: আজ ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্মদিন। ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বৃহস্পতিবার ছিল ইবির ৪১তম জন্মদিন। এদিনে ইবি পরিবারের সকল সদস্যের ভালোবাসায় সিক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়।

জন্মদিনে জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে ফুল দিয়ে শ্রোদ্ধা নিবেদন করেছে ইবি জিয়া পরিষদের বিভিন্ন ইউনিট। এসময় অভ্যান্তরীণ বিষয় নিয়ে তাদের মধ্যে সামান্য হট্টগোল সৃষ্টি হয়। পরে দোয়া ও মোনাজান করে স্থান ত্যাগ করে জিয়া পরিষদের নেতা-কর্মীরা।

এদিকে জিয়া পরিষদ ফুল নিয়ে ভিত্তিপ্রস্তরে গেলে সেখানে যায় প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান। ‘এখানে কি হচ্ছে?’ প্রক্টরের এই প্রশ্নে উত্তরে জিয়া পরিষদ উপস্থিত এক নেতা উচ্চস্বরে বলেন ‘এখানে দোয়া-মোনাজাত হচ্ছে।’ পরে পরিস্থিতি বেশামাল হওয়ার আগেই প্রক্টর স্থান ত্যাগ করেন বলে জানা যায়।

সাদা পায়রা আর বেলুন উড়িয়ে শুরু হয় আনন্দ র‌্যালী। এরপর কেন্দ্রীয় মিলনায়তনে কেক কাটেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে প্রশাসনের কর্তাব্যক্তিরা। তবে জন্মদিনের কেকে ‘বিশ্ববিদ্যালয়’ বানান ভুল থাকায় কেক কাটার সময় বিব্রত বোধ করেন ভিসি।

বানান ভুলের বিষয়ে অনুষ্ঠানে সভাপতি ও জন্মদিন উদযাপন কমিটির প্রধান প্রফেসর ড. রেজওয়ানুল হক বলেন, ‘এটি একটি ছোট ভুল। সামান্য ভুল হতেই পারে। তাছাড়া এটি তৈরী করেছে কারখানার লোকজন।’ তবে জন্মদিনের প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম হলো কেক কাটা। সুতরাং কেকেই যদি বানান ভুল হয় সেটা গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাদের দাবি কেক কোথায় তৈরী বা কে তৈরী করেছে এটা বড় বিষয় না। বানান ভুল হলে সেটার দায় কর্তৃপক্ষের।

এছাড়া প্রতিবছর জন্মদিনে আলোচনা সভা করা হলেও এবার শুধু সাংস্কৃতি অনুষ্ঠান হয়। গান পরিবেশন করেন প্রোভিসি প্রফেসর ড. এম শাহিনুর রহমান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তৌফিক এলাহিসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও কুষ্টিয়ার লালন অ্যাকাডেমি থেকে আগত শিল্পীরাও গান পরিবেশন করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!