• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নামাজ পড়তে মসজিদে কম আসার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৫, ২০২০, ০৪:৫৬ পিএম
নামাজ পড়তে মসজিদে কম আসার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধে ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একইসাথে মসজিদে নামাজ পড়তে মানুষ যেন কম আসেন। 

রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরী আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা বলেন। 

মসজিদে আসার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করোনা সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। আর মানুষের সমাগমের কারণে আরো বাড়ছে। তাই ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠান আপাতত বন্ধ রাখাই ভাল। কেননা এর ফলে একসঙ্গে অনেক লোকের সমাগম হয়।

তিনি আরো বলেন, এই কারণেই বর্তমানে ওমরাহ হজ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কাবা শরীফে তাওয়াফও কমে গেছে। সেক্ষেত্রে মসজিদ মসজিদেও মানুষ সীমিত আসাই ভাল। বাসায় বসে ধর্মীয় কাজ করলে ভাল।

জাহিদ মালেক জানান, এই বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া মসজিদে ইমামদের করোনা বিষয়ে মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়েছে। ইমামরা যেন বাইরে থেকে আসা সবাইকেই মসজিদে আসতে বারণ করেন, তাদের কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেন। কারণ তাদের কোয়ারেন্টাইন রাখা অনেক কষ্টের। সেটা তো কালকের পরিস্থিতেই আপনার বুঝতে পেরেছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!