• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রতিপক্ষের দেয়া আগুনে

নারী ইউপি সদস্যের বসতঘর-দোকান পুড়ে ছাই


রূপগঞ্জ প্রতিনিধি মার্চ ২৫, ২০১৯, ০৭:০০ পিএম
নারী ইউপি সদস্যের বসতঘর-দোকান পুড়ে ছাই

ছবি : সোনালীনিউজ

নারায়ণগঞ্জ : জেলার রূপগঞ্জে প্রতিপক্ষের দেওয়া আগুনে বসতঘর ও লেপ-তোষকের দোকান পুড়ে ছাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ মার্চ) গভীর রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের ৩নং ওয়ার্ড মহিলা সদস্য সাজেদা বেগমের বাড়িতে ঘটে এ ঘটনা।

ক্ষতিগ্রস্ত সাজেদা বেগম জানান, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার সরাফত আলীর সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এরই জেরে সরাফত আলীসহ কফিলউদ্দিনের ছেলে নয়ন ও মেয়ের জামাই শফিকুল ইসলাম বিভিন্ন সময় তাদেরকে আগুনে পুড়ে দেওয়ায় হুমকি দিয়ে আসছে।

সোমবার রাতের যেকোনো সময় প্রতিপক্ষের লোকজন লেপ-তোষকের দোকানে আগুন দিয়ে চলে যায়।
একপর্যায়ে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে লেপতোষক দোকানের তুলা, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!