• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা ওমেন্স ম্যারাথন-২০১৯

নারী দিবসে দৌড়াবেন মিরোনা


ক্রীড়া প্রতিবেদক মার্চ ৭, ২০১৯, ০৮:৩৩ পিএম
নারী দিবসে দৌড়াবেন মিরোনা

ছবি: সংগৃহীত

ঢাকা: এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন অনেক নারী। যারা একসাথে দৌড়াতে চান। ‘ঢাকা ওমেন্স ম্যারাথন’র এর কথা। শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষ্যে টানা চতুর্থবারের মতো আয়োজন করা হয়েছে মেয়েদের এই দৌড় পতিযোগিতার। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিতব্য এই ম্যারাথনে শুধুমাত্র নারীরাই অংশগ্রহণ করবেন।

গত বছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হয়েছিল ‘ঢাকা ওমেন্স ম্যারাথন-২০১৮’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই ম্যারাথনের তৃতীয় আসরে চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়েছিলেন ফ্রান্সের ক্লাহা ডি গিরোলমো। তার চেয়ে চার মিনিট বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট মিরোনা।

এবারও ঢাকা ওমেন্স ম্যারাথনে অংশ নেবেন মিরোনা। অবশ্য কিছু দিন আগে ইতিহাসে ঢুকে পড়েছেন এই নারী অ্যাথলেট। বাংলাদেশের পেশাদার লিগে ঢাকা সিটি এফসির কোচ হয়েছেন তিনি। নতুন দায়িত্বে থাকলেও ম্যারাথন মিস করছেন না তিনি। সোনালীনিউজকে মিরোনা বলেন, ‘ফলাফল যাই হোক ঢাকা ওমেন্স ম্যারাথনে অংশ নিতে চাই। শতশত মেয়েদের সাথে দৌড়াতে খুব ভাল লাগে, তাই এটা মিস করতে চাইনা। যদিও এবার একটি ক্লাবে কোচের ভূমিকায় আছি। তবে ম্যারাথনে অংশ নিতে কোন সমস্যা নেই।’  

ঢাকা সিটি এফসির কোচের দায়িত্বে থাকায় এবার ম্যারাথনের জন্য প্রস্তুতি নিতে পারেননি মিরোনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা ওমেন্স ম্যারাথনে একবার প্রথম, একবার দ্বিতীয় হয়েছি। এবার প্রস্তুতি নিতে পারিনি। তবুও অংশ নিতে চাই। কারণ ফলাফলই আসল নয়, অংশগ্রহণই বড় কথা।’   

এবারের ঢাকা ওমেন্স ম্যারাথনে দেশী-বিদেশী মিলিয়ে অংশ নিবেন প্রায় ৫ শতাধিক নারী। ইতোমধ্যেই নাম নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষ করেছে বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এ্যাথলেট, খেলোয়াড়, চাকুরীজীবি, ব্যবসায়ী, গৃহিনীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারীরা। দেশীয়দের পাশাপাশি বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের নারীরাও অংশ নিবেন চতুর্থ ঢাকা ওমেন্স ম্যারাথনে।

সকাল ৬.৩০ মিনিটে হাতিরঝিলের এফডিসি মোড় থেকে শুরু হয়ে ১০ কি.মি দীর্ঘ এই মিনি ম্যারাথন পুরো হাতিরঝিল প্রদক্ষিণ শেষে আবারো এফডিসি মোড় হয়ে গুলশান-১ সংলগ্ন কনকর্ড পুলিশ প্লাজা পয়েন্টে শেষ হবে। ১ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে সম্পূর্ণ ১০ কি.মি শেষ করা দৌঁড়বিদরা পাবেন মেডেল ও সার্টিফিকেট। ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!