• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘নারীর প্রতি সংহিসতা রোধে ব্যতিক্রমী ব্যতিক্রমী র‌্যালি’


বগুড়া প্রতিনিধি নভেম্বর ৩০, ২০১৮, ০৩:২২ পিএম
‘নারীর প্রতি সংহিসতা রোধে ব্যতিক্রমী ব্যতিক্রমী  র‌্যালি’

ছবি: সোনালীনিউজ

বগুড়া : ‘নারীর কথা শুনবে  বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য’ এই শ্লোগানে নারীর প্রতি সহিংসতা দূর করার জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী সাইকেল র‌্যালি।

বগুড়া জেলা পুলিশের আয়োজনে ও আস্থা প্রকল্পের সহায়তায় শুক্রবার বেলা ১১টায় এই সাইকেল র‌্যালিতে প্রায় ৫ শতাধিক নারী সাইক্লিষ্ট অংশ নেয়। এই  সাইকেল র‌্যালিটি বগুড়া শহরের ফুলবাড়ী এলাকা থেকে বনানী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করেন।

র‌্যালির শুরুতে পুরাতন আজিজুল হক কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, অধ্যক্ষ শাহাজাহান আলী প্রমুখ।

সাইকেল র‌্যালিতে শহরের ২৬টি স্কুল ও কলেজের মেয়েরা অংশ নেয়। ব্যতিক্রমী এই আয়োজনে শত শত উৎসুক দর্শক উপভোগ করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!