• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নায়ক ফারুকের প্রার্থিতার বৈধতা নিয়ে রিটের শুনানি আজ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৬, ২০১৮, ১১:৩৮ এএম
নায়ক ফারুকের প্রার্থিতার বৈধতা নিয়ে রিটের শুনানি আজ

পার্থ - ফারুক

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) প্রার্থিতা বাতিল চেয়ে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের রিটের শুনানি বুধবার (২৬ ডিসেম্বর)।

হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত অবকাশকালীন দ্বৈত বেঞ্চে এ শুনানি হবে।

ঋণখেলাপি হওয়ার পরেও নির্বাচন কমিশনে ফারুকের মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সোমবার রিট আবেদনটি করেন আন্দালিব রহমান পার্থের আইনজীবী সাজেদ শামীম।

রিট আবেদনে ফারুকের মনোনয়ন স্থগিতের পাশাপাশি নির্বাচন কমিশনে তার মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানাতে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!