• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে একদিনে ১০ বাংলাদেশির মৃত্যু


সোনালীনিউজ ডেস্ক এপ্রিল ২, ২০২০, ০৬:৫৭ পিএম
নিউইয়র্কে একদিনে ১০ বাংলাদেশির মৃত্যু

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে একদিনে ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে।স্থানীয় সময় বুধবার প্রবাসী এসব বাংলাদেশিদের মৃত্যু হয়।

এ ছাড়া গত ৪৮ ঘণ্টায় প্রাণঘাতি ব্যাধিটি নিউইয়র্কের ১৮ বাংলাদেশির প্রাণ কেড়ে নিয়েছে। সব মিলিয়ে নিউইয়র্কে করোনায় ৪৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আর যুক্তরাষ্ট্রে মোট ৫০ জন বাংলাদেশি মারা গেছেন করোনায়।

বুধবার বাংলাদেশি  দুই নারী ও আটজন পুরুষ প্রাণ হারান করোনায়। মৃতদের মধ্যে অনেকেই কমিউনিটির পরিচিত মুখ ছিলেন। যাদের সাথে ক’দিন আগে উঠাবসা করেছেন,একসাথে নানা অনুষ্ঠান আয়োজনে যোগ দিয়েছেন এমন মানুষদের অনেকেই স্মৃতির পাতায় নিয়ে গেছে প্রাণঘাতি এই ভাইরাস।

করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন অনেকে। আবার করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে  অনেকেই সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন।

করোনায় আক্রান্ত নিউইয়র্ক পুলিশের ৭ বাংলাদেশি বংশোদ্ভূত অফিসার রয়েছেন নিজি বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!