• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে করোনায় আক্রান্ত আরও ৭ বাংলাদেশি


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৬, ২০২০, ০৩:৫৬ পিএম
নিউইয়র্কে করোনায় আক্রান্ত আরও ৭ বাংলাদেশি

ঢাকা : বিশ্বব্যপী চলোমান করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আরও ৭ বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে বলে জানা যায়। দেশটিতে মৃত্যু হয়েছে ৬৯ জনের। এতে আতঙ্কে আছেন প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে নিউইয়র্কের সব স্কুল আগামী ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার ও সিটি কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে একদিনেই মৃত্যু হয়েছে ১১ জনের; আর আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে সাতশ’ মানুষ।

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে রোববার (১৫ মার্চ) নিউইয়র্কের সব স্কুল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খুলবে ২০ এপ্রিল।

স্কুল বন্ধ হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছু হলেও স্বস্তি এসেছে। তবে বাংলাদেশিদের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে রয়েছেন তারা।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেন, আমরা এমনই চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি, যা আগে কেউ কখনো দেখেনি। অসংখ্য অজানা চ্যালেঞ্জও আমাদের মোকাবিলা করতে হবে। যদিও পৌঁছানো কঠিন হবে।

দ্রুত অবনতি হলেও রোববার নিয়মিত ব্রিফিংয়ে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে করোনা ভাইরাস আতঙ্কে দেশের বিমানবন্দরগুলো যাত্রী শূন্য হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর এমন চিত্র নজিরবিহীন। তবে করোনাভাইরাস আতঙ্কে বিদেশে থাকা মার্কিন নাগরিকরা দেশে ফিরে আসছেন। তাদের চাপে হিমশিম খাচ্ছে ইউরোপের বিমানবন্দরগুলো।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!