• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে বাঘ ‘নাদিয়া’ করোনায় আক্রান্ত


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৬, ২০২০, ০৬:৩০ এএম
নিউইয়র্কে বাঘ ‘নাদিয়া’ করোনায় আক্রান্ত

ঢাকা : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার একটি বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এই প্রথম কোনো পশু এ ভাইরাসে আক্রান্ত হলো।

সোমবার (৬ এপ্রিল) ব্রঙ্কস চিড়িয়াখানার বন্যপ্রাণী সংরক্ষণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ৪ বছর বয়সী মালায়ান এই বাঘটির শুষ্ক কাশি হচ্ছিল। সেইসঙ্গে ক্ষুধা কমে গিয়েছিল তার। চিকিৎসার জন্য তাকে জাতীয় ভেটেরিনারি সার্ভিস ল্যাবরেটরিতে নেয়া হয়। পরে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যে ব্যক্তি এই বাঘের রক্ষণাবেক্ষণ করতেন তার কাছ থেকে বাঘের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার বোন আজুল, দুটি আমুর বাঘ এবং তিনটি আফ্রিকান সিংহের শরীরেও করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু তারা কেউই এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত নয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জনসমাগম এড়াতে গত ১৬ মার্চ থেকে অস্থায়ীভাবে ব্রঙ্কস চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও প্রায় ছয়শ জনের মৃত্যু হয়েছে। দেশটির সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো রোববার করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

গভর্নরের বরাতে মার্কিন সংবাদমাদ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে করোনায় আক্রান্ত ৫৯৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে নিউইয়র্কে মৃতের সংখ্যা এখন ৪ হাজার ১৫৯। গতকালও একদিনে সেখানে ৬৩০ জন করোনা রোগী প্রাণ হারান।

প্রায় ছয়শ মৃত্যু ছাড়াও নিউইয়র্কে গত একদিনে আরও ৮ হাজার ৩২৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শুধু ওই অঙ্গরাজ্যটিতেই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১ লাখ ২২ হাজার ৩১ জন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!