• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডেও জয়ের সরণিতে কোহলির টিম ইন্ডিয়া


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৩, ২০১৯, ০৪:৫৯ পিএম
নিউজিল্যান্ডেও জয়ের সরণিতে কোহলির টিম ইন্ডিয়া

ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া জয় করে নিউজিল্যান্ডে উড়ে গিয়েছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। সেখানেও জয়ের ধারা বজায় রেখেছে দলটি। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮ উইকেটের জয় পেয়েছে।

তিন উইকেট নিয়ে  নিউজিল্যান্ডের ব্যাটিং ভিত নাড়িয়ে শুরুটা করেছিলেন মোহাম্মদ শামি৷ আর ভারতের হয়ে শেষটা করলেন শিখর ধাওয়ান৷ ১০৩ বলে ৭৫ রানের কার্যকারী ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন শিখর৷ সেই সঙ্গে এদিন ওয়ানডে ক্রিকেটে পাঁচ হাজার রানের গণ্ডি পেড়িয়ে গেলেন তিনি৷

১৫৬ রানের লক্ষ্যমাত্রা(ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে) তাড়া করতে নেমে ৮ উইকেটে প্রথম ওয়ানডে জিতে নিল কোহলির ভারত৷ নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল মেন ইন ব্লু৷

রান তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেটে কোহলি-ধাওয়ানের ৯১ রানের জুটি ম্যাচের ভারতের জয়ের ভিত গড়ে দেয়৷ ব্যাটসম্যানদের মধ্যে ধাওয়ান ৭৫ রান ছাড়া কোহলি এদিন ৪৫ রান করেন৷ অল্পের জন্য ফিফটি মাঠে ফেলে আসেন অধিনায়ক৷ রোহিত ১১ ও রায়ডু ১৩ রানে অপরাজিত থাকেন৷

ভারতীয় বোলাররা অবশ্য ম্যাচের ভাগ্য আগেই গড়ে দিয়েছিল৷ শামি-কুলদীপদের বোলিং দাপটে শুরুতে ১৫৭ রানে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায়৷ তিন উইকেট নিয়ে কিউই ইনিংসে জোর ধাক্কা দেন শামি৷ ৬ উইকেট ভাগাভাগি করে নেন স্পিনাররা৷ ক্যারিয়ারের প্রথম নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচেই বল হাতে ভেল্কি দেখালেন কুলদীপও৷ চার উইকেট পকেটে পোড়েন কুলদীপ৷ তরুণ চায়নাম্যানের স্পিন জোরিদার চাহাল দুটি ও কার্যকরী স্পিনার কেদার একটি উইকেট তুলে নেন৷

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!