• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজে থেকেই সরে যাক ধোনি, বিশ্বকাপে খেলুক ঋষভ বলছেন আজহার


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৩, ২০১৮, ১২:১৭ পিএম
নিজে থেকেই সরে যাক ধোনি, বিশ্বকাপে খেলুক ঋষভ বলছেন আজহার

ঢাকা: কলকাতায় এসে নতুন বিতর্ক তৈরি করলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। সেখানকার স্থানীয় আনন্দবাজার পত্রিকাকে তিনি জানিয়েছেন, সময় হয়েছে ধোনি-বিভ্রাট থেকে বেরিয়ে এসে নবীনদের প্রতি আস্থা দেখানোর।  আজহারউদ্দিনের কথায়,‘ ধোনি অনেক বড় ক্রিকেটার। দেশকে অনেক কিছু দিয়েছে। দুটি বিশ্বকাপ দিয়েছে। কিন্তু কিংবদন্তিকেও কোথাও গিয়ে থামতে হয়। আমার মনে হচ্ছে, ধোনির সেই সময়টা এসে গেছে।’

আজহার ধোনিকে নয় বিশ্বকাপে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে দেখতে চান। তিনি বলছেন,‘ আমার মনে হয়, আর কোনও ধোঁয়াশা না রেখে বিশ্বকাপে ঋষভ পন্থকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলানো উচিত। এখন থেকে ঋষভকে ধরে নিয়ে অঙ্ক কষা দরকার।’

উইকেটর পেছনে ধোনি এখনও দারুণ সপ্রতিভ হলেও উইকেটের সামনে ব্যাট হাতে তাঁকে নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। গত এক বছরে ২৩টি ওয়ানডে মিলিয়ে ধোনির ব্যাটিং গড় মাত্র ২৬.৬৯। স্ট্রাইক রেটও কমে এসেছে ৭২-এ। এই এক বছরে মাত্র একটি  ফিফটি এসেছে তাঁর ব্যাট থেকে।

ভারতীয় টিম ম্যানেজমেন্টের দিক থেকে পরিষ্কার ইঙ্গিত রয়েছে, এখনও পর্যন্ত যা পরিস্থিতি ধোনিকে বিশ্বকাপের দলে রেখেই কোহলি-শাস্ত্রীরা নকশা সাজাচ্ছেন। আজহার যেটাকে সমর্থন করছেন না। তাঁর মতে, বিশ্বকাপ জিততে গেলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাতেই হবে। যত দেরি করা হবে তত ধোনির জায়গায় আসা ক্রিকেটার থিতু হওয়ার জন্য কম সময় পাবে। আজহার বলেন,‘ এত বড় এক জন ক্রিকেটারকে সরিয়ে যদি নতুন মুখ আনা হয় আর তাকে যদি বিশ্বকাপে খেলানো হয়, তা হলে কিছুটা সময়ও তো দিতে হবে, তাই না? আর তো পনেরোটা মতো ওয়ানডে পড়ে আছে।’

ভারতকে দুটি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া আজহার মনে করেন, ধোনির নিজে থেকেই সরে যাওয়া উচিৎ, ‘টেস্ট থেকে তো ধোনি নিজেই সরে গিয়েছিল। সে রকমই ওয়ান ডে-তেও আর হচ্ছে না, এটা মেনে নিয়ে নিজে থেকে সরে দাঁড়ানো উচিত। না হলে অত বড় ক্রিকেটারকে বসাতে গেলে সেটা খুবই অপ্রীতিকর একটা পরিস্থিতি হয়ে দাঁড়াবে।’

এখানেই না থেমে তাঁর পর্যবেক্ষণ, ‘আর যদি বিশ্বকাপে খেলবেই মনে হয়, তাহলে ধোনির উচিত ছিল রঞ্জি ট্রফিতে খেলা। ব্যাটিংয়ে যে ভুলগুলো থেকে যাচ্ছে, সেগুলো আন্তর্জাতিক ম্যাচে নেমে মেরামত করা যাবে না। এর জন্য রঞ্জিতে খেলে তৈরি হতে হবে।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!