• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিজেদের বেঁচে থাকার স্বার্থে ঈদে সমাগম ও ভিড় এড়িয়ে চলুন


নিজস্ব প্রতিবেদক জুলাই ৫, ২০২০, ০৩:৩৯ পিএম
নিজেদের বেঁচে থাকার স্বার্থে ঈদে সমাগম ও ভিড় এড়িয়ে চলুন

ঢাকা: নিজের বেঁচে থাকার স্বার্থে কোরবানির ঈদে সমাগম ও ভিড় যে কোন মূল্যে এড়িয়ে চলতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, করোনা সংক্রমণ রোধ; মানুষের সুরক্ষা, বন্যা মোকাবেলা এবং ঈদে মানুষের ভিড় এড়ানোর মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার।

তিনি বলেন, করোনা মহামারিতে দেশে উন্নয়ন কাজে কিছুটা বাধা এলেও, চলমান মেগা প্রকল্প বাস্তবায়নে গতি সঞ্চার হয়েছে। শত প্রতিকূলতার মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের কাজ পুরোদমে চলছে। বিএনপি প্রতিদিন অশ্লীল ভাষায় সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেও সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!