• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিত্যপণ্যের দাম বাড়বে না: অর্থমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০১৯, ০৪:৩৭ পিএম
নিত্যপণ্যের দাম বাড়বে না: অর্থমন্ত্রী

ঢাকা: জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি ক্ষমতাসীন সরকারের চলতি মেয়াদের প্রথম এবং দেশের ৪৮তম বাজেট। বাজেট আলোচনার শুরুতেই সংসদে অর্থমন্ত্রী জানান, এবার বাজেটে এমনভাবে ব্যবস্থা রাখা হয়েছে যেন নিত্যপণ্যের দাম না বাড়ে।

‘সমৃদ্ধ আগামীর’ প্রত্যাশা সামনে রেখে আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের প্রথম বছরে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট জাতীয় সংসদের সামনে উপস্থাপন করা হচ্ছে।

নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের ১৮ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। তবে শারীরিক অসুস্থতার জন্য অর্থমন্ত্রী বাজেট পাঠ করতে অসুবিধার সম্মুখীন হওয়ায় বাজেট পাঠ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!