• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখার সময় বাড়ল


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৭, ২০২০, ০৫:০৯ পিএম
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখার সময় বাড়ল

ঢাকা : ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্য পণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। 

সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিবৃতির মাধ্যমে এমন নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিবৃতি থেকে জানা যায়, স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপসমূহ পূর্বের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে আরো বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ উদ্ভূত এ সংকট মোকাবেলায় সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

সোনালীনিউজ/এএস
 
 

Wordbridge School
Link copied!