• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে আলোচনা হলে সংলাপে যাবো: ফখরুল


নিজস্ব প্রতিবেদক, সিলেট জানুয়ারি ১৪, ২০১৯, ০২:৩৮ পিএম
নির্বাচন নিয়ে আলোচনা হলে সংলাপে যাবো: ফখরুল

সিলেট: ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে আলোচনা হলে বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সাথে সংলাপে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্ট নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে সিলেটে হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

এসময় তিনি বলেন, বিএনপি সংলাপ নিয়ে এখনই কোন মন্তব্য করতে চায় না। তবে যদি সংলাপের জন্য পাঠানো চিঠিতে নির্বাচনের এজেন্ডা থাকে তবে তারা তাতে অংশ নিতে আগ্রহী।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট পৌঁছান মির্জা ফখরুলের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা। পরে হযরত শাহ জালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করেন তারা। পাশাপাশি নির্বাচনের দিন সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েম আহামেদ সোহেলের পরিবারকে সহমর্মিতা জানাতে সিলেটের বালাগঞ্জে যাবেন ঐক্যফ্রন্ট নেতারা।

গত ৩০ ডিসেম্বর ভোটের দিন বালাগঞ্জ উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সংঘর্ষে নিহত হন সোহেল।

এর আগে গত ৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ধর্ষণের শিকার এক নারীকে দেখতে নোয়াখালীর সুবর্ণচরে গিয়েছিলেন বিএনপি মহাসচিবসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!