• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি নেতা বহিষ্কার


কিশোরগঞ্জ প্রতিনিধি মার্চ ১৩, ২০১৯, ০৫:১৭ পিএম
নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি নেতা বহিষ্কার

কিশোরগঞ্জ: জেলার ভৈরবে দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়ায় উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আল মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারাদেশ দেওয়া হয়। চিঠিতে তার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, দলীয় সিন্ধান্ত অনুযায়ী কেউ যদি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কেন্দ্রীয় কমিটির সিন্ধান্ত অনুযায়ী সে ব্যক্তিকে বহিষ্কার করা হবে। সে অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আল মামুনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আল মামুন বলেন, বহিষ্কার আদেশের একটি চিঠি পেয়েছি। দলের সিন্ধান্ত তো দল নেবেই। আমি উপজেলার নির্বাচনে অংশগ্রহণ করেছি। এর আগেও ভাইস চেয়ারম্যান ছিলাম।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!