• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে পেছাল বাণিজ্য মেলা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৯, ২০১৮, ১২:০০ পিএম
নির্বাচনে পেছাল বাণিজ্য মেলা

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯। ১ জানুয়ারির পরিবর্তে এ মেলা শুরু হবে ৯ জানুয়ারি। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে প্রতিবছরের শুরুর দিন থেকে মেলাটি হয়ে আসছিল।

ইপিবির উপপরিচালক ও মেলা কমিটির আহ্বায়ক আবদুর রউফ বুধবার (২৮ নভেম্বর) বলেন, প্রতিবছরের মতো ১ জানুয়ারি মেলা শুরু হলে সেটা নির্বাচনের পরের দিন হচ্ছে। ওই সময় মানুষ অন্যান্য আয়োজনে ব্যস্ত থাকবে। এ কারণে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি উদ্বোধন করা হবে।

তবে তিনি জানান, চলতি নভেম্বরেই স্টল বরাদ্দ শেষ হবে। আর আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইপিবি সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪৩টি বিদেশি প্রতিষ্ঠান মেলায় স্টলের জন্য আবেদন করেছে। এবারের মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে প্রায় সাড়ে পাঁচশ প্রতিষ্ঠান অংশ নেবে। আর প্যাভিলিয়ন হবে মাত্র ২৬টি। তাই এবার একক দেশগুলোকে প্রাধান্য দেওয়া হবে।

মেলা দেরিতে শুরু হলেও চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এক মাস। মেলায় কোনো সাপ্তাহিক ছুটি নেই। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

এবারের মেলায় প্রতিবারের মতো ভিন্ন আঙ্গিক আনার চেষ্টা করা হয়েছে। মেলার দুই প্রান্তে সুন্দরবন ইকো পার্ক করা হবে। এ ছাড়া মা ও শিশু কেন্দ্র, শিশু পার্ক, ই-পার্কসহ অন্যান্য সেবায় থাকবে আগের থেকেও নতুনত্ব। এবারের মেলায় সংরক্ষিত মহিলা স্টল ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮টি, সাধারণ মিনি প্যাভিলিয়ন ২৯টি, প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্টুরেন্ট তিনটি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ছয়টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন নয়টি, বিদেশি প্রিমিয়াম স্টল ১৩টি, সাধারণ স্টল ২০১টি ও ফুড স্টল ২২টি বলে জানা গেছে। এসব স্টলে থাকবে রেডিমেড গার্মেন্ট, হোমটেক্স ফেব্রিকস পণ্য, হস্তশিল্পজাত, পাট ও পাটজাত, গৃহস্থালি ও উপহারসামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক, পলিমার পণ্য, কসমেটিকস হারবাল ও প্রসাধনী সামগ্রী, খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি, নির্মাণসামগ্রী ও ফার্নিচার স্টলসহ অন্যান্য পণ্য ও সেবার সমারোহ।

এ বছরের মেলায় ভারত, পাকিস্তান, চীন, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, মরিশাস, ভিয়েতনাম, মালদ্বীপ, রাশিয়া, আমেরিকা, জার্মানি, সোয়াজিল্যান্ড, অস্ট্রেলিয়া, হংকংসহ বিভিন্ন দেশ অংশ নেবে বলে জানিয়েছে ইপিবি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!