• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনের কারণে চার দিনের ছুটিতে ব্যাংক


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৯, ২০১৮, ১০:১৮ পিএম
নির্বাচনের কারণে চার দিনের ছুটিতে ব্যাংক

ঢাকা : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে চারদিনের ছুটিতে বন্ধ থাকবে দেশের সব ব্যাংক। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ থেকে এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

এতে বলা হয়, ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের ব্যাংকিং লেনদেন। ২০১৯ এর পহেলা জানুয়ারি থেকে লেনদেন চলবে স্বাভাবিকভাবে। তাই ব্যাংকগুলোকে ২৭ ডিসেম্বরের মধ্যে বার্ষিক হিসাব চ‚ড়ান্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর শুক্র-শনির সাপ্তাহিক বন্ধ। ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের কারণে সাধারণ ছুটি থাকবে। আর ৩১ ডিসেম্বর দেশের সব ব্যাংকে ‘ব্যাংক হলিডে’ পালন করা হবে। সে হিসেবে ৪ দিনের ছুটি পালন করা হবে।

এ ছাড়া ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ওইদিন দেশে সরকারি ছুটি থাকবে। ফলে ডিসেম্বরের শেষ সাতদিনের মধ্যে ব্যাংক খোলা থাকবে মাত্র দুদিন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!