• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনের তফসিল ৮ নভেম্বর দিতে হবে: ইসিকে জাপা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৭, ২০১৮, ০২:০০ পিএম
নির্বাচনের তফসিল ৮ নভেম্বর দিতে হবে: ইসিকে জাপা

ঢাকা: ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

বুধবার (৭ নভেম্বর) সকালে (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এই অনুরোধ জানান।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, সংলাপে ৮টি বিষয় নিয়ে আলোচনা করেছি। ইসির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। তারা ইসিকে বলেছেন, নির্বাচনের তফসিল ৮ নভেম্বর দিতে হবে। ভোটের সময় সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার করতে হবে। মনোনয়ন ফরম সহজ করতে হবে। ভোটে কালো টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে। ইভিএম নিয়ে মানুষের আস্থা অর্জন না করা পর্যন্ত এটির ব্যবহার না করতে ইসির প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, চার কমিশনার ও কমিশন সচিব উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!