• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘নির্বাচনের তারিখ পেছালে জাতি আশাহত হবে’


পটুয়াখালী প্রতিনিধি নভেম্বর ১৬, ২০১৮, ০৪:৪৪ পিএম
‘নির্বাচনের তারিখ পেছালে জাতি আশাহত হবে’

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। ছবি: সোনালীনিউজ

পটুয়াখালী : ‘নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হওয়া উচিত, তারিখ পেছালে জাতি আশাহত হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। শুক্রবার (১৬ নভেম্বর) দুপরে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনী ট্রেন অনেকটাই এগিয়েছে, জাতীয় পার্টি ৩০০ আসনের প্রস্তুতি নিলেও মহাজোটের বগিতেই থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত। দুয়েকদিনের মধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবেন।’ এর আগে তিনি বাদ জুম্মাহ বাবা মা’র কবর জিয়ারত শেষে এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে কুশল বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে জেলা জাতীয় পর্টির সভাপতি সুলতান হাওলাদারসহ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসন থেকে গত নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে এবারও এই আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করার আশা ব্যক্ত করেন।  

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!