• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নির্যাতনের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা


মাদারীপুর প্রতিনিধি মার্চ ১২, ২০১৮, ০৩:০৭ পিএম
নির্যাতনের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

মাদারীপুর : মাদারীপুরে পু‌লিশ ফাঁড়ি‌তে নিয়ে নির্যাতনের অভিযোগে ৪ পুলিশ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১২ মার্চ) দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসেনের আদালতে এই মামলা হয়।

এতে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউপির সদস্য খবির মৃধা ও তার কয়েকজন সমর্থককে নির্যাতনের অভিযোগ আনেন খবির মৃধার বাবা নুরু মৃধা। মামলার আসামি কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা, তদন্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ, পরিদর্শক মহিদুল ইসলাম, উপ-পরিদর্শক বিল্লাল শিকদার ও সহকারী উপ-পরিদর্শক রাজিবুল।

এছাড়া আছেন বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, তার ভাই রাজন বেপারি ও রশিদ মুন্সি।

মামলায় উল্লেখ করা হয়, ৩ মার্চ ইউপি সদস্য খবির মৃধা ও তার সমর্থকদের পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে নির্যাতন করা হয়। এতে সহযোগিতা করেন ইউপি চেয়ারম্যানসহ তিন জন।

সোনালীনিউজ/জেডআরসি

Wordbridge School
Link copied!