• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিশামকে ‘অশ্লীল’ কথা বলে শাস্তি পেলেন বেয়ারস্টো


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১২, ২০১৯, ০৯:৫৭ পিএম
নিশামকে ‘অশ্লীল’ কথা বলে শাস্তি পেলেন বেয়ারস্টো

ঢাকা: আন্তর্জাতিক ম্যাচে ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করে শাস্তি পেয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। পাশাপাশি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করেছেন বেয়ারস্টো। তাই তাঁকে এ শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।
 
গত রোববার অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টিতে এ আচরণবিধি ভঙ্গ করেন বেয়ারস্টো। ঘটনাটি ঘটে ইংল্যান্ড ব্যাটিং ইনিংসের সপ্তম ওভারে। ব্যাটিং তাণ্ডব চালিয়ে ওই সময় ১৭ বলে ৪৭ রানে ব্যাট করছিলেন বেয়ারস্টো। বল করতে আসেন জিমি নিশাম। তাঁর বলে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি আউট হয়ে যান তিনি।

এরপরই অকথ্য এক শব্দ ব্যবহার করেন বেয়ারস্টো। পরে সেটি স্টাম্প মাইকে ধরা পড়ে। এ কারণে তাঁর ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন বেয়ারস্টো।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!