• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে কলম্বো টেস্ট


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৫, ২০১৯, ০৮:৫৪ পিএম
নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে কলম্বো টেস্ট

ঢাকা : কলম্বো টেস্টের চার দিন পার হয়েছে। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের একটি করে ইনিংসই এখনও শেষ হয়নি। শেষ দিনে নাটকীয় কিছু না ঘটলে এই টেস্ট ড্র-ই হতে চলেছে।

রোববার (২৫ আগস্ট) সারাদিনে নিউজিল্যান্ড একটি উইকেটই হারিয়েছে। দেড়শো পেরিয়ে টম ল্যাথাম ফিরলেও বিজে ওয়েটলিং আর কলিন ডি’গ্র্যান্ডহোম আছেন সেঞ্চুরির পথে। কলম্বো টেস্টের চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ৩৮২ রান করেছে কিউইরা। তারা এগিয়ে আছে ১৩৮ রানে।

এদিন আগের দিনের ৪ উইকেটে ১৯৬ রান নিয়ে খেলা শুরু করা কিউইরা আরও ৭৩ রান যোগ করে হারায় ল্যাথামের উইকেট। ২৫১ বলে ১৫৪ রান করে দিলরুয়ান পেরেরার বলে আউট হন ল্যাথাম। এরপর গ্র্যান্ডহোমকে নিয়ে দারুণ জুটি গড়েন ওয়াটলিং।

ষষ্ঠ উইকেটে আরও ১১৩ রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন তারা। আগ্রাসী মেজাজে ব্যাট করেছেন গ্র্যান্ডহোম। ১১৩ রানের মধ্যে একাই ৮৩ রান যোগ করেছেন তিনি। পাঁচটি  করে চার-ছক্কায় এই রান গ্র্যান্ডহোম করেছেন ৭৫ বলে। দুই টেস্ট সিরিজের প্রথমটি জিতে এরমধ্যে এগিয়ে আছে  শ্রীলঙ্কা। এই টেস্ট ড্র হলেও সিরিজ জিতবে স্বাগতিকরাই।

সোনালীনিউজ/আরআইবি/এএস

Wordbridge School
Link copied!