• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৪


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১, ২০২০, ০৮:৪৫ এএম
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৪

ঢাকা : দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে আরও কমপক্ষে ১৯ জন।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি জানায়, শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে দেশটির প্রশাসনিক রাজধানী লা পাজ শহরের পার্শ্ববর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন, শহরটির নিকটবর্তী একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গিরিখাতে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় অগ্নিনির্বাপণ দপ্তরের প্রধান ইসমাইল ভিলকা বলেছেন, দুর্ঘটনার মাত্র আধাঘণ্টা আগেই যাত্রীবাহী বাসটি রাজধানী শহর থেকে উত্তরাঞ্চলীয় কোরিপাতা শহরের উদ্দেশে যাত্রা করেছিল।

উল্লেখ্য, দেশটিতে এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত বুধবার (২৯ জানুয়ারি) লা পাজের পশ্চিমাঞ্চলে একটি কার্গোর সঙ্গে ছোট বাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। তাছাড়া অপর এক দুর্ঘটনায় নিহত হন আরও তিনজন।

বিশ্লেষকদের মতে, মূলত কম দৃশ্যমানতা এবং চালকদের অসাবধানতার কারণে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে দুর্ঘটনাগুলো বেশি ঘটে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!