• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
ঘরে বসেই ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করুন

নীল হলে ছেলে, গোলাপি হলে মেয়ে!


স্বাস্থ্য ডেস্ক আগস্ট ৪, ২০১৮, ০১:৩৬ পিএম
নীল হলে ছেলে, গোলাপি হলে মেয়ে!

ঢাকা : একাধিক অনলাইন ই-কমার্স সাইটের মাধ্যমে ‘জেন্ডার মেকার’ নামে লিঙ্গ নির্ধারক যন্ত্র দেদার বিক্রি হচ্ছে! দাম এক হাজার থেকে ছয় হাজার টাকা। সঙ্গে শিপিং চার্জ হিসাবে দিতে হচ্ছে ৫ থেকে ১৫ ডলার।
 
ই-কমার্স সাইটের দাবি অনুযায়ী, গর্ভসঞ্চারের ছয় সপ্তাহ পরে গর্ভবতীর সকালের প্রথম মূত্রের নমুনা ওই যন্ত্রে রাখতে হবে। এরপর ১৫ সেকেন্ডের মধ্যেই ফল জানা যাবে।

‘জেন্ডার মেকার’ সঠিকভাবে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করতে পারে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ‘‘আদৌ এভাবে লিঙ্গ নির্ধারণ করা সম্ভব কি না, তা দেখতে হবে। কিন্তু যারা যন্ত্র কিনছেন, তারা তো ভ্রূণের লিঙ্গ কী, সেটাই জানতে আগ্রহী।’’

ক্রেতাদের কেউ কেউ রিভিউয়ে লিখেছেন, যন্ত্রটি ভ্রূণের সঠিক লিঙ্গ নির্ধারণ করতে পেরেছে। আবার অনেকেই ভিন্নমত প্রকাশ করেছেন। প্রসঙ্গত, একাধিক অনামী ই-কমার্স সাইট আমেরিকা, ব্রিটেন এবং চীন থেকে ওই যন্ত্র এ দেশে পাঠাচ্ছে!
সোনালীনিউজ/আরজে

Wordbridge School
Link copied!