• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে মা-ছেলেসহ ৭ জনের শরীরে করোনা শনাক্ত


নীলফামারী প্রতিনিধি মে ১৬, ২০২০, ০১:২৬ পিএম
নীলফামারীতে মা-ছেলেসহ ৭ জনের শরীরে করোনা শনাক্ত

নীলফামারী : নীলফামারীতে মা ছেলে ও দুই স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

শুক্রবার (১৫ মে) রাতে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন নতুন শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৬১ জনে। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ৭ জনের মধ্যে জেলার ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামে মা (৫৭) ও ছেলে (৩০), সৈয়দপুর হাসপাতাল এলাকার (৪০) ও (৪৫) দুইজন ,ডোমার উপজেলা হাসপাতালের এক স্বাস্থকর্মী (৪৫), জলঢাকা উপজেলার মীরগঞ্জহাট এলাকার চা দোকানদার (৩০) এবং কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালের এক ভ্যাকসিন ক্যারিয়ার( (৪০) রয়েছে। 
 
সোনালীনিউজ/এজি/এএস

Wordbridge School
Link copied!