• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেইমার-এমবাপ্পেহীন পিএসজির কাছে হেরে হতাশ জিদান


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৮:৪৭ পিএম
নেইমার-এমবাপ্পেহীন পিএসজির কাছে হেরে হতাশ জিদান

ঢাকা : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে ০-৩ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলের পর পিএসজির শেষ গোলটি করেন তমা মুনিয়ে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে পুরো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে না পারা দলের ব্যর্থতা মেনে নেন জিদান।

রিয়াল কোচ বলেন,‘ পরিষ্কারভাবে সব বিভাগে তারা আমাদের চেয়ে ভালো ছিল-যেভাবে তারা খেলেছে, মাঝমাঠে। যেটা আমাকে হতাশ করেছে তা হলো আমরা খেলায় যথেষ্ট দৃঢ়তা দেখাতে এবং সেই মানের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারিনি।’

এরপর জিদান যোগ করেন,‘ সুযোগ তৈরি করায় তারা ভালো করেছে, তবে সেটা আমাকে ভাবাচ্ছে না। আমাকে যা ভাবাচ্ছে তা হলো আমাদের দৃঢ়তার অভাব।’

মাঝমাঠে পিএসজির মার্কো ভেরত্তি ও ইদ্রিসা গেয়ির সামনে অসহায় ছিল রিয়াল। মাঝমাঠে ভালো করতে না পারায় আক্রমণে সুবিধা করতে পারেনি টুর্নামেন্টে রেকর্ড ১৩বারের চ্যাম্পিয়নরা। জিদান বলেন,‘ আপনি খারাপ খেলতে পারেন কিন্তু যদি আপনার দৃঢ়তা থাকে, যদি আপনি বল ফিরে পেতে লড়াই করেন, আপনি ম্যাচে থাকবেন।’

সোনালীনিউজ/আরআইবি

Wordbridge School
Link copied!