• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেইমারকে কিনতে চায় না বার্সেলোনা


ক্রীড়া ডেস্ক জুলাই ৬, ২০১৯, ১০:২৮ পিএম
নেইমারকে কিনতে চায় না বার্সেলোনা

ঢাকা: পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরতে ব্যকুল নেইমার। এ নিয়ে গত কিছুদিন হলো সংবাদমাধ্যমে নানা খবর আসছিল। বার্সেলোনার অনেক সমর্থকই নেইমারকে ন্যুক্যাম্পে দেখতে চায়। স্বয়ং লিওনেল মেসিও আগ্রহ দেখিয়েছেন ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে।

কিন্তু বাস্তবতা মাথায় রেখেই বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন,বার্সেলোনার পক্ষে সামনের মৌসুমে নেইমারকে কেনা সম্ভব নয়। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন,‘ আমরা জানি নেইমার পিএসজি ছাড়তে চায়। কিন্তু পিএসজি ওকে বিক্রি করতে চায় না। সুতরাং নেইমারকে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই।’

স্প্যানিশ সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল, স্বয়ং মেসিই বার্সায় নেইমারকে চাইছেন। মে মাসে মেসির বাসায় এক বৈঠকে নাকি বার্তোমেউকে সে কথা জানিয়েও দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এই কথা উড়িয়ে দিয়েছেন বার্সা সভাপতি,‘ এই মিথের এবার শেষ হওয়া উচিত। মেসি কখনো ক্লাবকে খেলোয়াড় কেনা-বেচার কথা বলে না। সে শুধু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল চায়।’

নেইমারকে আনতে উসমান ডেম্বেলেকে বিক্রি করে দেবে বার্সা, এমন গুঞ্জনও রটেছিল। তবে বার্সা সভাপতি ডেম্বেলের পাশেই রয়েছেন। তাঁর ভাষায়,‘ ডেম্বেলে একজন তরুণ ও প্রতিভাবান ফুটবলার। ও দলে নতুন এক মাত্রা যোগ করে। ওকে খেলতে দেখাটা আনন্দের বিষয়। মাঠে ও যা করে, দর্শক হিসেবে আপনি সব সময়ই এ রকম কিছু দেখতে চাইবেন। আমার কাছে নেইমারের চেয়ে ডেম্বেলে ভালো ফুটবলার।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!