• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেইমারের গোলে জিতল ব্রাজিল


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৭, ২০১৮, ১০:১৫ এএম
নেইমারের গোলে জিতল ব্রাজিল

ঢাকা: ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে শেষ অবধি জয়টা হলো ব্রাজিলেরই। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা গড়ালেও নেইমারের স্পট কিক থেকেই কাঙ্খিত গোলটা পেয়ে যায় ব্রাজিল। ফলে বিশ্বকাপের পর আরেকটি জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শীষ্যরা।

এমিরেটস স্টেডিয়ামে পুরো ম্যাচে  একের পর এক ফাউল করে গেছেন উরুগুয়ের খেলোয়াড়েরা। অস্কার তাবারেজ ব্রাজিলকে আটকাতে খেলোয়াড়দের ফাউল করার নির্দেশই হয়তো দিয়েছিলেন! ৬টি হলুদ কার্ড খাওয়া এর প্রমাণই দেয়।

এত ফাউলের পরেও কি আটকে রাখা গেছে ব্রাজিলকে? গোলের প্রথম সুযোগ তৈরি করেছে ব্রাজিলই। যদিও সুযোগগুলো শেষতক কাজে লাগাতে পারেননি নেইমার। ম্যাচের ১৪তম মিনিটে নেইমার একাই দুটি সুযোগ হাতছাড়া করেন। প্রথমবার ব্রাজিলের এই পিএসজি তারকার শট আটকে দেন উরুগুয়ের গোলরক্ষক। পরেরবার তাঁর বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট।

পাল্টা আক্রমণে উঠে আসা সুয়ারেজরাও ভালো সুযোগ পেয়েছিল গোলের। এবার সেলেসাওদের রক্ষা করেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। একবার সুয়ারেজের শট আরেকবার কাভানির শট আটকে দেন আলিসন। প্রথমার্ধের খেলা গোলশূন্য স্কোরলাইনে শেষ হয়। দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। কিছুতেই গোলমুখ খুলতে পারছিল না কোনো দল। শেষ পর্যন্ত গোলমুখের গিঁট খোলে ৭৬ মিনিটে এসে। তাও আবার স্পট কিকের বিনিময়ে। নিজেদের ডি বক্সে ফাউল করে বসেন উরুগুয়ের বার্সা তারকা সুয়ারেজ। পেনাল্টি থেকে গোল করতে মোটেও সমস্যা হয়নি নেইমারের।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!