• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেইমারের পর কাভানি


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০১৯, ০৩:৫৬ পিএম
নেইমারের পর কাভানি

ছবি: সংগৃহীত

ঢাকা: চোট যেন পিছু লেগে আছে পিএসজির। দুদিন বাদেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। প্রতিপক্ষ ম্যানচেষ্টার ইউনাইটেড। অথচ তাঁর আগে সেরা একাদশ বাছাই করতেই ঘাম ঝরাতে হবে টমাস টুখেলকে। কারণ বোর্দোর বিপক্ষে চোটে পড়েছেন পিএসজির উরুগুয়েন স্ট্রাইকার এডিনসন কাভানি। শুধু তিনিই নন বেলজিয়ান রাইটব্যাক টমাস মুনিয়েরও চোটে আক্রান্ত হয়েছেন। নেইমার তো আগেই ছিটকে পড়েছেন। বোর্দোর বিপক্ষে কোচ চেয়েছিলেন কিলিয়েন এমবাপ্পেকে বিশ্রাম দিতে। কিন্তু কাভানির চোটের কারণে শেষ অবধি তাঁকে মাঠে নামতেই হলো।

ফরাসি কাপের ম্যাচে স্ট্রাসবুর্গের বিপক্ষে পায়ের চোটে পড়ে দুই মাসের জন্য ছিটকে গেছেন নেইমার। শনিবার ক্রাসে ভর দিয়েই সতীর্থদের খেলা দেখতে এসেছিলেন। নেইমার মাঠে বসে দেখলেন দুই সতীর্থের চোটে পড়া। বোর্দোর বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টিতে গোল করা উরুগুয়ের স্ট্রাইকার কাভানি দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ঊরুর চোটে পড়ে মাঠের বাইরে চলে যান। কাভানির জায়গায় অগত্যা এমবাপ্পেকে নামান কোচ টুখেল।

বোর্দোর ফ্র্যাঙ্কোইস কামানোর সঙ্গে ধাক্কাধাক্কি করতে গিয়ে মাথার চোটে পড়েছেন মুনিয়ের। কাভানি-মুনিয়ের চোটে পড়লেও ম্যাচ জিততে সমস্যা হয়নি পিএসজির। কাভানির ওই গোলেই ১-০ ব্যবধানে বোর্দোকে হারাতে পেরেছে তারা। তবে কোচ টুখেলের চিন্তা এখন চ্যাম্পিয়নস লিগ আর ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে।

মূল একাদশের তিন তারকা নেইমার, কাভানি আর মুনিয়েরকে ছাড়া কিভাবে ইউনাইটেডকে টপকে চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে যেতে পারবেন, টুখেলের চিন্তা এখন এটিই। ইউনাইটেডের বিপক্ষে এমবাপ্পের সঙ্গে আক্রমণভাগে মাঠে নামতে পারেন জার্মান মিডফিল্ডার জুলিয়ান ড্রাক্সলার ও আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া। মুনিয়েরের জায়গায় খেলতে পারেন ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেস।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!