• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেপাল গেল বাংলাদেশ ভলিবল দল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৮, ২০১৯, ০৫:৫২ পিএম
নেপাল গেল বাংলাদেশ ভলিবল দল

ঢাকা : ‘এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশীপে’ অংশ নিতে ১৭ সদস্যের  বাংলাদেশ জাতীয় ভলিবল দল নেপালে গেছে।

শনিবার পদক জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলের সদস্যরা দেশ ছাড়ে। সোমবার (১৯ আগস্ট) শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ ছাড়াও খেলবে আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, ভুটান ও মালদ্বীপ।

এর আগে ইরানে প্রায় এক মাসের প্রস্তুতি শেষে দেশে ফিরেই ফের নেপালে গেছে বাংলাদেশ ভলিবল দল। ইরানে অনুশীলন ক্যাম্প চলাকালীন ভলিবল দল ৮টি প্রস্তুতি ম্যাচ খেলেছে স্থানীয় বিভিন্ন দলের বিপক্ষে। এর মধ্যে পাঁচটি জিতেছে এবং তিনটিতে হেরেছে। ইরানি কোচ আলী পোর আরোজির অধীনে বাংলাদেশ ভলিবল দল জুনের প্রথম সপ্তাহে অনুশীলন শুরু করে। ২৫ জন নিয়ে ক্যাম্প শুরু করে সেখান থেকে কোচ ১৭ জন নিয়ে নেপাল গেছেন। বাকিরা ঢাকায় ক্যাম্প করবেন। দল ফেরার পর আরও মাসতিনেক অনুশীলনের পর এসএ গেমসের জন্য ১২ সদস্যের দল তৈরি করবেন কোচ।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!