• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালে আবারো বিমান বিধ্বস্ত, নিহত ২


আন্তর্জাতিক ডেস্ক মে ১৬, ২০১৮, ০৭:১১ পিএম
নেপালে আবারো বিমান বিধ্বস্ত, নিহত ২

ঢাকা: নেপালে আবারো পণ্যবাহী একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছে। বুধবার (১৬ মে) নেপালের হুমলার বাহুন খারকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ছোট ওই বিমান দুইজন পাইলট ছিল বলে কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষের উপ-মহাপরিচালক রাজন পোখারেল বলেছেন, বিধ্বস্ত বিমানটি মাকালু এয়ারের। হুমলার বাহুন খারকা এলাকার সিমিকোট পাসে পণ্যবাহী এই বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি ১২ হাজার ৮০০ ফুট উপর দিয়ে উড়ছিল। এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি হুমলা জেলার সিমিকোটে যাওয়ার উদ্দেশে সুরখেত থেকে উড্ডয়ন করেছিল।

কাঠমান্ডু পোস্ট বলছে, বিমানটি স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ১২ মিনিটে সুরখেত থেকে পণ্যবাহী ওই যাত্রা শুরু করে। সকাল ৬টা ৫৫ মিনিটে সিমিকোটে অবতরণের কথা ছিল। পণ্যবাহী এই বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় স্থানীয় সময় বেলা ১১টার পরে।

এর আগে গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়। ইউএস-বাংলার এ বিমান দুর্ঘটনায় ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত ও ২০ জন আহত হয়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!