• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নেপালে পদকজয়ীদের গণভবণে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০১৯, ১১:০৫ পিএম
নেপালে পদকজয়ীদের গণভবণে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

 

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা: নেপালে সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশের হয়ে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি পদকজয়ী সবাইকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  জাহিদ আহসান রাসেল এমপি একটি শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদকজয়ী সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন,‘ আজ মন্ত্রিপরিষদ সভা চলাকালীন আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম, তখন পর্যন্ত ১৮ স্বর্ণ জয়ের কথা। তখনো পুরুষ ক্রিকেটের ফাইনাল শেষ হয়নি। বলেছিলাম, পুরুষ দলও হয়তো জিতবে। পরে পুরুষ ক্রিকেট দল স্বর্ণ পাওয়ার পর আমি প্রধানমন্ত্রীকে খবরটি জানিয়েছিলাম। পরে তিনি সবাইকে অভিনন্দন জানাতে বলেছেন আমাকে। প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন। তিনি বলেছেন, বড় করে সবাইকে গণভবনে সংবর্ধনা দেবেন। প্রধানমন্ত্রী নেপালেও বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে ফোন করে সবাইকে তার অভিনন্দন জানাতে বলেছেন এবং ঢাকায় ফিরলে গণভবনের আগাম দাওয়াত দিয়ে রেখেছেন।’

কবে হবে পদকজয়ীদের এ সংবর্ধনা? জাহিদ আহসান রাসেল বলেন,‘সব দল দেশে ফিরুক। তারপর প্রধানমন্ত্রী সময় দিলেই আমরা পদকজয়ীদের গণভবনে নিয়ে যাব। প্রধানমন্ত্রী বলেছেন, গণভবনের সামনের খোলা জায়গায় বড় আয়োজনের মাধ্যমে পদকজয়ীদের সংবর্ধনা দেবেন।’

নেপালে চলমান এসএ গেমসের ১৩ তম আসরে এ পর্যন্ত ১৯ স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে আরাচারিতে ১০ টি, কারাতেতে ৩ টি, ক্রিকেট ও ভারোত্তোলনে ২টি করে এবং তায়কোয়ানদো ও ফেন্সিংয়ে একটি করে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। ১৯ স্বর্ণজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন রেকর্ড গড়েছে। এর আগে এক আসরে বাংলাদেশ সর্বোচ্চ ১৮ স্বর্ণ পদক জিতেছিল ২০১০ সালে ঢাকায়।

সোনালীনিউজ/আরআইবি

 

Wordbridge School
Link copied!