• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
বিমসটেক শীর্ষ সম্মেলন যোগ দিতে

নেপালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩০, ২০১৮, ১০:১৪ এএম
নেপালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে ৪র্থ বিমসটেক শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে যোগ দেবেন আঞ্চলিক জোটভুক্ত ৭ দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। বিমসটেকের ৪র্থ এ শীর্ষ বৈঠকের আলোচনা হতে পারে সাধারণ বৈদ্যুতিক সংযোগ কিংবা গ্রিড কানেক্টিভিটি নিয়ে। সন্ত্রাসবাদ মোকাবিলায় আসতে পারে সাধারণ ঘোষণা।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রায় দুই দশক ধরে প্রতিষ্ঠিত এ সংগঠনকে আরও গতিশীল করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং ভুটানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দাশো সেরিং ওয়াংচুকের সঙ্গে বৈঠক করারও কথা আছে।


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!