• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘নো’ বল নিয়ে আবার মুখ খুললেন সিলেটের ডিরেক্টর


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৬, ২০১৯, ১২:১২ পিএম
‘নো’ বল নিয়ে আবার মুখ খুললেন সিলেটের ডিরেক্টর

ঢাকা: বঙ্গবন্ধু বিপিএলে ‘নো’ বল বিতর্ক শুরু হয়েছে কয়েকদিন ধরেই। এটি গড়িয়েছে আইসিসি অবধি। বিষয়টি এখন তাদের অধীনে রয়েছে। সিলেট থান্ডার্সের পেসার ক্রিসমার স্যান্টোকির 'নো বল' বিতর্ক নিয়ে আবার মুখ খুললেন দলটির ডিরেক্টর ইনচার্জ তানজীল চৌধুরী। 

তিনি জানিয়েছেন, এ বিষয়ে আকসু তদন্ত করলে সহযোগিতা করবে সিলেট। কয়েক দিন আগে সংবাদমাধ্যমে স্যান্টোকির 'নো' বল নিয়ে সন্দেহের কথা জানিয়েছিলেন তানজীল। এ নিয়ে সিলেট থান্ডার্সের ভূমিকাও হয় প্রশ্নবিদ্ধ। ২ ম্যাচেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটিকে নিয়ে সন্দেহ আরও বাড়তে থাকে।

এবার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে সেটিরই ব্যাখ্যা দিয়েছেন তানজীল চৌধুরী। তিনি জানান, এই 'নো বলের' তদন্তের এখতিয়ার আকসু'র। তবে তদন্ত চলাকালীন দলের সঙ্গেই থাকবেন স্যান্টোকি। এছাড়া সিলেট থান্ডার্স ফিক্সিংয়ের বিষয়ে সতর্ক আছে বলেও জানান বিসিবির এই পরিচালক।

সোনালীনিউজ/আরআইবি/এএস

Wordbridge School
Link copied!