• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে ৫২টি সিসিটিভি স্থাপন করল মাশরাফির সংগঠন


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ৯, ২০১৯, ০৯:৪৮ পিএম
নড়াইলে ৫২টি সিসিটিভি স্থাপন করল মাশরাফির সংগঠন

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে সাংসদ হয়েছেন। তাঁর একটাই ইচ্ছা নড়াইলের উন্নয়নে অবদান রাখা। সাংসদ হওয়ার আগেই নড়াইলে যাত্রা শুরু করে মাশরাফির স্বেচ্ছাসেবামূলক সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইল ও লোহাগড়াবাসীর সার্বিক নিরাপত্তায় প্রাথমিক অবস্থায় ৫২টি সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে।

গত ১৬ ডিসেম্বর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবং সিডনিশান ইন্টারন্যাশনাল নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়।  ঢাকার গুলশানে দাহুয়া-সিডনিশান সেন্টারে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন নড়াইল এক্সপ্রেস এর চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তজা ও সিডনিশান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী সাগর টিটো।

এই চুক্তি স্বাক্ষরের পর নড়াইল শহরের ১৫টি পয়েন্টে ৩৮টি ক্যামেরা এবং লোহাগড়া পৌর এলাকার ৫টি পয়েন্টে ১৫টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।  এ কাজের ডিজাইনার ও সমন্বয়কারী এম সাব্বির হোসেন বলেছেন, ‘সিসিটিভি ক্যামেরা স্থাপনে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। প্রথম দুই বছর সিডনিশান ইন্টারন্যাশনাল এবং পরবর্তীতে নড়াইল জেলা পুলিশ এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এটির মেইনটেইন করবে।’

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, ‘সিসিটিভি ক্যামেরা স্থাপনে স্পন্সর করছে সিডনিশান ইন্টারন্যাশনাল নামে একটি ক্যামেরা ডিসট্রিবিউটরি প্রতিষ্ঠান। নড়াইলের সার্বিক নিরাপত্তার জন্য প্রাথমিক অবস্থায় ৫২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর পর জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভির আওতায় আসবে।’

নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেছেন, ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে এসব সিসিটিভি নিয়ন্ত্রণ করা হচ্ছে এসপি অফিস থেকে। এর ফলে নড়াইলে মোটরসাইকেল চুরি, ইভটিজিং, রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমবে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। আগামীতে জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভির আওতায় আসবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!