• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটুয়াখালীতে উপকূল দিবস পালিত


আব্দুস সালাম আরিফ, পটুয়াখালী নভেম্বর ১৩, ২০১৮, ১২:১০ পিএম
পটুয়াখালীতে উপকূল দিবস পালিত

পটুয়াখালী: নানা আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীতে উপকূল দিবস পালিত হয়েছে। ‘উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবি’ এই শ্লোগান নিয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে অধশত প্রদীপ প্রজ্জলন করা হয়।

পরে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে অধশত প্রদীপসহ একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এইক স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পুণিশের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জসীম উদ্দীন, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস ছালাম আরিফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূইয়া, সাংস্কৃতিক কর্মী ও বিশিস্ট সামাজ সেবক নাসরিন মোজাম্মেল এমা প্রমুখ।

১৯৭০ সালের ১২ নভেম্বরে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, দেশে অনেক দিবস পালিত হয়। উপকূলের উন্নয়ন ও সুরক্ষার জন্য এই দিনটিকে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেবার দাবি জানান বক্তরা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!