• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পতাকায় মোড়ানো স্কুল


মুন্সীগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১০:৪১ পিএম
পতাকায় মোড়ানো স্কুল

মুন্সীগঞ্জ : বিদ্যালয়ের নাম হাবিব জোবায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের দরজারপাড় গ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে এ শিক্ষা প্রতিষ্ঠান। একই সঙ্গে লাল সবুজের রংয়ে বিদ্যালয়ের একতলা ভবন সবার দৃষ্টি কেড়ে নিচ্ছে। যেন জাতীয় পতাকায় মোড়ানো এক বিদ্যালয়। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হাবিব জোবায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন মিয়া জানান, চলতি বছরের জুলাই মাসে বিদ্যালয় ভবন লাল সবুজে রং করা হয়।

জাতীয় পতাকার রংয়ে বিদ্যালয় ভবন করার এ উদ্যোগ নেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান। বিদ্যালয় ভবনের তাকালেই যে কারো মন জুড়িয়ে যায়। এ যেন পতাকায় মোড়ানো এক স্কুল।

তিনি আরো জানান, শিশু শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত বিদ্যালয়ের বর্তমান ছাত্র-ছাত্রী রয়েছে ১০৩ জন। বিদ্যালয়ের শ্রেনী কক্ষ রয়েছে মাত্র তিনটি। এতে প্রতিদিন দুই শিফটে ছাত্র-ছাত্রীদের পাঠদান করা হয়। সকাল ৯ টা থেকে বেলা পর্যন্ত শিশু থেকে দ্বিতীয় শ্রেনী এবং বেলা ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত তৃতীয় থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীর পাঠদান চলে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!