• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পথিক ভাসছে গঙ্গা জলে


মো: গোলাম মোস্তফা (দুঃখু) অক্টোবর ২৮, ২০১৯, ০২:১৮ পিএম
পথিক ভাসছে গঙ্গা জলে

পথিক আমি বসে থাকি তাহার জন্য,
সে নাকি , এই পথের পথিক হতে চায় না।
কোন বন্ধনে তাকে রাখবো বেঁধে,
নিশ্বাসের অনুভবের পচন  যে ধরেছে।

নিস্তব্ধতা শেষ করে দিয়েছে,
আমার ইচ্ছে শক্তি কে।
পাহাড়ের ছায়া তোমরা কি বলতে পারবে?
আর কত কাল রয়ে যাবো পথিক হয়ে।

ফিরে এসো আমার ভূবনে।
তোমার নিশ্বাসের বিশ্বাসে,
দম নিবো প্রাণ ভরে।

শুনতে কি পেয়েছো নিশ্বাসের কর্তা!
কষ্ট  লাগে কাদা মাখা দেহে।
তোমার নিশ্বাসের বার্তা না পাওয়ার কারণে।
নিশ্বাস বন্ধ হয়ে আসছে !!

পথিক আমি রয়েছি অপেক্ষায়,
আনমনে যদি চলে এসো,
এই পথের গতিতে।
জল হয়ে ভাসতে ভাসতে,
গঙ্গা নদীর বুকে চলে যেতে চাই!

ফেরার অভিলাষ কখনোই করি না।
গঙ্গার জলে,
খেলা হবে নিজের সাথে নিজের।
কাগজের পাতায় খবর এসেছে,
পথিক ভাসছে গঙ্গার জলে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!