• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে ১৬তম স্প্যান বসতে যাচ্ছে দুপুরে


নিজস্ব প্রতিনিধি নভেম্বর ১৯, ২০১৯, ১১:১৯ এএম
পদ্মা সেতুতে ১৬তম স্প্যান বসতে যাচ্ছে দুপুরে

ঢাকা : পদ্মা সেতুর ১৬ ও ১৭ নং পিলারের ওপর ১৬তম স্প্যান বসতে যাচ্ছে আজ।  মঙ্গলবার (১৯ নভেম্বর)  সকালে স্প্যানটি বসানোর মধ্য দিয়ে প্রায় আড়াই কিলোমিটার দৃশ্যমান হবে।

এছাড়া চলতি মাসেই পদ্মা নদীর ওপর নির্মাণাধীন বহুমুখী সড়ক ও রেল সেতুতে বসতে যাচ্ছে অন্তত আরও ২টি স্প্যান। এর পূর্বে ১৫টি স্প্যান বসানোর মাধ্যমে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির ২ হাজার ২৫০ মিটার বা ২ কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়েছে। এখন দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পদ্মা সেতুও দীর্ঘায়িত হয়ে দৃশ্যমান হবে বলে জানান পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবীর।

জানা যায়, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে সেতুর ১ম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয়, ১০ মার্চ তৃতীয়, ১৩ এপ্রিল ৪র্থ, ২৯ জুন ৫ম, ২০১৯ সালে ২৩ জানুয়ারি ৬ষ্ঠ, ২০ ফেব্রুয়ারি ৭ম, ২০ মার্চ ৮ম, ১৮ এপ্রিল ৯ম স্প্যান বসানো হয়।

পদ্মা সেতুর পিলারের ওপর বসা প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি পিলার দৃশ্যমান হয়েছে।

বিষয়টি নিয়ে সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর বলেন, ইতোমধ্যে সেতুর প্রায় ৮৪ দশমিক ৫ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তোলা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!