• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পদ্মানদীতে দুইটি বাল্কহেড ডুবি, উদ্ধার ১০ শ্রমিক


মুন্সিগঞ্জ প্রতিনিধি জুলাই ১৪, ২০২০, ০৪:৩৯ পিএম
পদ্মানদীতে দুইটি বাল্কহেড ডুবি, উদ্ধার ১০ শ্রমিক

মুন্সিগঞ্জ: প্রচন্ড স্রোতের কবলে পড়ে মুন্সীগঞ্জের পদ্মানদীতে আল মোল্লা ও নূরজাহান নামে দুইটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। পদ্মাসেতুর সাত নম্বর পিলারের কাছে একটি লোহার যন্ত্রাংশের সাথে ধাক্কা লেগে এই ডুবির ঘটনা ঘটেছে। এসময় দশ শ্রমিককে তাৎক্ষণিক উদ্ধার করেছে মাওয়া নৌ-পুলিশ সদস্যরা। মঙ্গলবার(১৪ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে। 

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মোঃ সিরাজুল কবির খান জানান, বালু বোঝাই আল মোল্লা নামের একটি বাল্কহেড প্রচন্ড স্রোতের কারনে পদ্মাসেতুর সাত নম্বর পিলারের কাছে একটি লোহার যন্ত্রাংশের সাথে ধাক্কা লাগে। এরপর পিছন দিক থেকে আসা আরেকটি বাল্কহেড নূরজাহানও ধাক্কা দেয়। এসময় চাদপুরগামী দুইটি বাল্কহেড ডুবি যায়। নৌ-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দশ শ্রমিককে উদ্ধার করেছে। এদের সবার বাড়ি ভোলা, চাঁদপুর, বাগেরহাট, লক্ষীপুর। এই ঘটনায় কেউ নিখোঁজ নেই।

সোনালীনিউজ/এমএএস/টিআই

Wordbridge School
Link copied!