• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদ্মায় ড্রেজারের পাইপের ধাক্কায় ফেটে যায় ফেরির তলা


মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ আগস্ট ৭, ২০১৮, ০৩:২৯ পিএম
পদ্মায় ড্রেজারের পাইপের ধাক্কায় ফেটে যায় ফেরির তলা

মুন্সীগঞ্জ: শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টে কাঁঠালবাড়ি ঘাটগামী ডাম্বফেরি রাণীক্ষেত ড্রেজারের পাইপের সাথে ধাক্কায় ফেরির তলা ফেটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে এই ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শাহ মোঃ খালেদ নেওয়াজ জানান, লৌহজং টার্নিং পয়েন্টে ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে ফেরির তলা ফেটে যায়। তাৎক্ষনিক দুইটি লঞ্চের মাধ্যমে ফেরির যাত্রীদের  কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে শ্রীনগর ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ"র ৬টি নিষ্কাশন পাইপ পানি অপসারণে কাজ করছে। তবে এই প্রক্রিয়াটি ধীর গতি হওয়ায় আরোও সময় লাগবে। পানি অপসারণ করার পর ফেরিতে থাকা গাড়িগুলোকে সরানো যাবে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। বর্তমানে পানি নিষ্কাশন কাজ চলছে। যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!