• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদ্মায় স্পিডবোট ডুবি, নিখোঁজ ৩


মাদারীপুর প্রতিনিধি নভেম্বর ১১, ২০১৮, ১০:৩৯ পিএম
পদ্মায় স্পিডবোট ডুবি, নিখোঁজ ৩

ফাইল ফটো

মাদারীপুর: জেলার কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের মাঝপদ্মায় ডাম্প ফেরির ধাক্কায় ২৪ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। এর মধ্যে ২১ জনকে উদ্ধার করা হলেও এখনও তিন যাত্রী নিখোঁজ রয়েছেন।

রোববার (১১ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ও গোপালগঞ্জ জেলার মকসুদপুরের আব্দুর রহমানের ছেলে মো. রাজু (২৫), তার স্ত্রী লিমা (২০) এবং পটুয়াখালীর রুবেল গাজীর মেয়ে ফাতেমা (৮)।

কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শিমুলিয়া ঘাট থেকে একটি স্পিডবোট ২৪ জন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মাঝপদ্মায় আসার পর একটি ডাম্প ফেরির সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়। এ সময় নদীতে সেনাবাহিনীর টহলবোট ২১ জনকে উদ্ধার করে। তবে এখনও তিন যাত্রী নিখোঁজ রয়েছেন।

শিবচর থানা পুলিশের ওসি জাকির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মায় স্পিডবোট ডুবির ঘটনায় এখনও তিন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!