• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরীক্ষা ও অটোপাস নিয়ে সিদ্ধান্ত জানালেন প্রাথমিক শিক্ষা সচিব


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১, ২০২০, ০২:৫৭ পিএম
পরীক্ষা ও অটোপাস নিয়ে সিদ্ধান্ত জানালেন প্রাথমিক শিক্ষা সচিব

ফাইল ছবি

ঢাকা: দেশে কোভিড পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকার ফলে স্কুলগুলোতে মূল্যায়ন পরীক্ষা না নেয়া গেলে অটোপাসের দিকে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক শিক্ষা সচিব আকরাম আল হোসেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলতে যেয়ে এমনটা জানান তিনি।

আরো পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত

তবে নভেম্বরে স্কুল খোলা হলে সংশোধিত পাঠ্যক্রমে পরীক্ষা নেয়া হবে বলেও জানান তিনি। প্রাথমিক শিক্ষা সচিব বলেন, কোভিড পরিস্থিতির কারনে স্কুল বন্ধ রাখতে হচ্ছে। সে কারনে মূল্যায়ন বা স্কুলে স্কুলে পরীক্ষা নেয়া যাবে কিনা এ নিয়ে আশঙ্কা আছে। যদি নভেম্বরেও না খোলা যায় তাহলে পরবর্তী ক্লাসে উন্নীত বা অটোপাসের দিকেই যেতে হবে। আর যদি নভেম্বরে স্কুল খোলা যায় তাহলে সংশোধিত পাঠ্যক্রমে মূল্যায়ন পরীক্ষা হবে।

আরো পড়ুন : শিক্ষক কর্মচারীদের আর্থিক সুবিধা দেয়ার চেষ্টা চলছে

এদিকে, বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল এক সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর কথা জানান। এর একদিন পরে নতুন করে আরও একমাস ছুটি বৃদ্ধি করা হলো।

দীপু মনি বলেছিলেন, ‘বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে বর্তমান ছুটি আরও বাড়ানো হবে। এ বিষয়ে আগামী দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে কতদিন ছুটি বাড়ানো হবে তা জানিয়ে দেয়া হবে।’

তিনি আরও বলেছিলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হবে না। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে কয়েক ধাপে আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমানে নতুন করে এ ছুটি বাড়ানো হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!