• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হচ্ছে না’


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০২০, ০৮:২৩ পিএম
‘পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হচ্ছে না’

ঢাকা: করোনাভাইরাসের কারণে স্থগিত পরীক্ষাগুলোর পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে উত্তীর্ণ করা হচ্ছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘একটি কথা বার বার আসছে অটো পাস। কিন্ত এখানে অটো পাসের কোনও বিষয় নেই। এখানে অটো পাস কেউ হচ্ছে না, মূল্যায়নের মাধ্যমে উত্তীর্ণ হচ্ছে।  বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে উত্তীর্ণ করা হচ্ছে। ’

উপমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীদের কৃতকার্য-অকৃতকার্য হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু উন্নত বিশ্বে কাউকে অকৃতকার্য করা হয় না। কারণ কেউ অকৃতকার্য হওয়ার মানে আমি প্রতিষ্ঠান হিসাবে তাদের কৃতকার্য করাতে পারিনি। তাই সেভাবেই তাদের মূল্যয়ন করা হয়। আমরাও সেদিকেই যাবো। ভবিষ্যতেও মূল্যয়নের মাধ্যমে শিক্ষার্থীদের স্কিল দেখতে হবে। কেউ কৃতকার্য না হলে কিন্তু সেটা আমাদেরই দুর্বলতা। ’

এসময় আগামী বছরের এসএসসি পরীক্ষার বিষয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমরা এখনও বলতে পারছি না সয়মতো আগামী বছরের সব পরীক্ষা নিতে পারবো কিনা। তা নির্ভর করবে কোভিড পরিস্থিতির উপর। এখনও অনেকে স্বাস্থ্যবিধি মানে না, সমাবেশ করছে, মাস্ক ব্যবহার করেন না। আমরা সবাই যদি সচেতন থাকি, অবস্থা দ্রুত উন্নতি হবে। তখন আমরা সিদ্ধান্ত নিতে পারব। এখন এই পরিস্থিতিতে কোনও কিছু প্রেডিক্ট করা সম্ভব না।’

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!