• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পশুর মতো আদুরীকে নির্যাতনকারী নওরীনের জামিন স্থগিত


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০১৯, ১০:২০ এএম
পশুর মতো আদুরীকে নির্যাতনকারী নওরীনের জামিন স্থগিত

ঢাকা : গৃহকর্মী আদুরীকে নির্যাতন মামলায় দণ্ডপ্রাপ্ত গৃহকর্ত্রী নওরীন জাহান নদীকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে এসএম শাহজাহান জানান, এ আদেশের ফলে গৃহকর্ত্রী নদী আর কারাগার থেকে বের হতে পারছেন না।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান।

২০১৪ সালের ১৮ জুলাই শিশু গৃহকর্মী আদুরীকে নির্যাতন করে মৃত ভেবে ডাস্টবিনে ফেলে দেওয়ার দায়ে গৃহকর্ত্রী নওরীন জাহান নদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তবে তার মাকে খালাস দেন। এছাড়া রায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে নদীকে। এ টাকা নির্যাতিত আদুরীকে দিতে হবে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!